রাসেদুল ইসলাম রাসেল,সোনারগাঁ,নারায়ণগঞ্জঃ অদ্য রোজ ১৯/০২/২০২৩ইং রবিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে নির্মিত আমান গ্রুপ অব কোম্পানীর সিমেন্ট ফ্যাক্টরীর বিরুদ্ধে বায়ু দূষণ শব্দ দূষণ ও বিভিন্ন হাই ভোল্টজ মেশিনের দ্বারা সৃষ্ট ভূ-কম্পনের ফলে আশে পাশের বাড়ির দেয়াল ফাটলের অভিযোগে ফ্যাক্টরীর প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন ৪/৫ গ্রামের ভুক্তভোগী জনসাধারণ।
এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন,বায়ু দূষণের ফলে নারী পুরুষ সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা মারাত্মক শ্বাস কষ্টে ভুগছে।সিমেন্ট উৎপাদনের বিভিন্ন মেশিনের শব্দে বদির হওয়ার উপক্রম হচ্ছে শিশু ও বয়স্কদের।মেশিনের বিকট শব্দে অনেক সময় মসজিদের আযানও নাকি শুনতে পায় না মুসল্লিএলাকাবাসী আরো বলেন মেশিন চলাকালীন যে ভূ-কম্পনের সৃষ্টি হয় তার ফলে তাদের বাড়ি-ঘরের দেয়ালে নাকি ফাঁটল দেখা দিয়েছে।
এলাকাবাসীর মানববন্ধনের খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলামিন সরকার ঘটনা স্থলে এসে উপস্থিত হন এবং তিনি ক্ষুব্ধ এলাকাবাসীর উদ্দেশ্য বলেন, কোম্পানীর বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,প্রশাসন ও সাংবাদিক ভাইদের নিয়ে কম্পানীর উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে অচিরেই আমরা এই সমস্যার সমাধান করবো।
এলাকাবাসীর এই মানববন্ধনের বিষয়ে আমান সিমেন্ট কোম্পানির হারিায়া বৈদ্যেরবাজার শাখার এ্যাডমিনিষ্টেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার নাদিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, কোম্পানির বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।তিনি জানান,এলাকাবাসী কখনো কোন দিন লিখিত অভিযোগ আমাদের কে দেয়নি।আমান গ্রুপ অব কোম্পানি একটি স্বনামধন্য কোম্পানি। বাংলাদেশের অনেক জায়গায়ই এর বিভিন্ন শাখা রয়েছে, পারোতপক্ষে আমরা বরাবরই এলাকাবাসীর কথা মাথায় রেখে কোম্পানিতে বিভিন্ন পদে চাকুরী দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকি।এলাকার কিছু স্বার্থবাধী লোকজন জন কোম্পানির কাছ থেকে ফায়দা লুটতে না পারায় কোম্পানির বদনাম করার জন্য এসব করছে।