রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় সোমবার জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এ উপলক্ষে দিনের শুরুতে ১২-০১ মিনিটে
রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন ও পরিষদ, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে। এসময় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী ও আ’লীগ সম্পাদক তাজউদ্দিন আহমেদ , স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরথান আলী সহ বিভিন্ন নেতাকর্মী, কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সকাল ৮টায় একইভাবে বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান ওই শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ৯ টায় রাণীশংকৈল সংগীত
বিদ্যালয়ের শিল্পিরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন। পরে এখানে ইউএনও’র সভাপতিত্বে আলোচনা ও পুরষ্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন- কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ। আরো বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহা, আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, ওসি গুলফামুল ইসলাম,
প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও ফারুক আহমেদ, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ মহাদেব বসাক, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন,
প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল ও বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ। পরে গত ২০
ফেব্রুয়ারি অনুষ্ঠিত শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন
সহকারি অধ্যাপক ও বেতার শিল্পি প্রশান্ত বসাক।