লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে আসছেন ২৮ ফেব্রুয়ারি। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে উৎসবের আমেজ ও উদ্দীপনা কাজ করছে। প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতাকর্মীদের সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। ২৮ ফ্রেরুয়ারী, মঙ্গলবার দিনব্যাপী সফরের শুরুতে সকাল ১০টায় কিশোরগঞ্জ সেনানিবাস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে মধ্যাহ্নভোজ ও বিশ্রামের পর বিকেল ৩টায় স্থানীয় হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে পুরো হাওর এলাকার মানুষের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।এর আগে সর্বশেষ ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর উপজেলা মিঠামইন সফর করেছিলেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে, টাঙানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। স্থানীয় হেলিপ্যাড মাঠে নৌকা আকৃতির বিশাল মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে দলীয় নেতাকর্মী থেকে সাধারণ মানুষের বাড়তি আবেগ-উন্মাদনা কাজ করছে। তারা বলছেন, আগে এই এলাকায় শুকনা মৌসুমে হেঁটে চলাফেরা করার কোনো উপায় ছিল না। এখন বিভিন্ন সড়ক নির্মাণ করায় মানুষ অনায়াসে যাতায়াত করতে পারছে। সন্তান সম্ভবাসহ অসুস্থ রোগীদের এখন হাসপাতালে যেতে সুবিধা হয়েছে। কৃষকেরা সময়মতো ফসল বাজারজাত করতে পেরে ন্যায্যমূল্য পাচ্ছেন। তাই হাওরবাসী প্রধানমন্ত্রীর আগমনে অত্যন্ত খুশি।