হেলাল হোসেন কবিরঃ তামাক চাষিরা লালমনিরহাটে মনোপলি নিপাত যাক প্রতিযোগিতামূলক তামাক শিল্প মুক্তি পাক বহুজাতিক কোম্পানীর একচেটিয়া আগ্রাসনে বিপন্ন প্রায় দেশীয় তামাক চাষীদের রক্ষায় প্রতিযোগিতা আইনের বাস্তবায়ন সহ মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে শতবর্ষী তামাক শিল্পের টেকসই উন্নয়ন চাই দাবীতে চাষিতের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে স্থানীয় অবহেলিত তামাক চাষীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতি লালমনিরহাটের আহবায়ক কমিটির আহবায়ক অহেদ আলী-এঁর সভাপতিত্বে দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতি লালমনিরহাটের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক তহিদুল ইসলাম, বেলাল হোসেন, সদস্য আঃ খালেক মিয়া, রফিকুল ইসলাম, রতন কুমার রায়, ফরিদুল ইসলাম, অর্জূন চন্দ্র, শাহআলম, আজিজুল ইসলাম, জাহাঙ্গীর আলমসহ শতাধিক স্থানীয় অবহেলিত তামাক চাষীবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন।