হতাশাগ্রস্ত কবি
কল্পনার জগতে করে বিচরণ
অতীত স্মৃতি জাগায় শিহরণ !
দগ্ধ বিদগ্ধ কবির মন !
কবি হারিয়ে যায়
কল্পলোকের অদৃশ্যপথে
কবি যে কত বিচিত্রতা দেখে
উড়ন্ত রথে !
কবি এদিক সেদিক
খুঁজতে থাকে
কোথাও নেই সেই অবয়ব
যা প্রতিনিয়ত কবিকে কাঁদায়।
চোখের জল কলমের কালি হয়
যা দিয়ে লেখা হয় অসংখ্য কবিতা।
তারপরও কবির অতৃপ্ত হৃদয়
অতৃপ্ত কামনা।
সকলি অচেনা
যেন এক ভিন্ন জগৎ!
আচমকা কল্পপুরীর বৃক্ষে ঘেরা
সরু পথে
এক যুবতীর সাথে দেখা
কবি কে দেখে মুচকি হাসে
যেন মোনালিসা!
কবি হাসির কারণ উদঘাটনে
মনোনিবেশ করে
মুহূর্তে হারিয়ে যায় স্মৃতির জগতে হাতরাতে থাকে কল্পলোকে
ক্ষণ পরে কবি চেতনা ফিরে পায়
ফিরে পায় স্বাভাবিক জগত।