ইয়াছিন মোল্লাঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ৭৩ নং খাসেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩। মোট ২৩ টি ইভেন্ট, ১২০ জন শিক্ষার্থী এই ইভেন্টে আংশগ্রহনের করেন। ২২ মার্চ তাদের মধ্যে প্রথম, দ্বিতীয়, এবং তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে স্কুল কক্ষ একটি আলোচনা সভারও আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, স্কুলের সভাপতি জাহানারা আক্তার, সহসভাপতি আব্দুল করিম, সাবেক সভাপতি আসাদুজ্জামান মোল্লা, সদস্য আলী হোসেন, গোলজার হোসেন, শাখাওয়াত হোসেন, ডালিম হোসেন, আব্দুল হক,সহ আরোও অনেকেই। এসময় তারা শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রধান করেন।
এসময় সাবেক সভাপতি আসাদুজ্জামান মোল্লা বলেন, খেলাধুলায় ভালো করার পাশাপাশি তোমাদের ভালো ভাবে পড়াশোনা করতে হবে। তোমাদের যাতে পড়াশোনাই জীবনের মূল লক্ষ্য থাকে। পাশাপাশি খেলাধুলাও করবে, কারণ খেলাধুলা মানুষের মন-মস্তিষ্ক ভালো রাখে। খেলাধুলা করবে তবে কারো সাথে ঝগড়া করবে না। সকল সহপাঠীদের সাথে মিলেমিশে থাকবা। শিক্ষক শিক্ষিকা এবং মা বাবাকে সালাম দিবা তাদের সম্মান করবা। তাহলেই ভালো মানুষ হিসাবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবা।
এইসময় প্রধান শিক্ষিকা হাওয়া বেগম বলেন, তোমরা রেগুলার স্কুলে আসবা। ভালো করে লেখাপড়া করবা। লেখাপড়া করলে সবকিছু করতে পারবা। তিনি আরও বলেন তোমরা সবাই বাবা মাদের কথা শুনবা,তাদের সম্মান করবা।
এইসময় তিনি অভিভাবকদের আরোও দ্বায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।
এইসময় উপস্থিত স্কুলের সভাপতি জাহানারা আক্তার বলেন, খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হতে হবে। কারণ ভালো পড়াশোনা করলে তোমরা দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলা করার সুযোগ পাবে। তাই ভালো ভাবে পড়াশোনা করতে। এই সময় তিনি প্রধান শিক্ষিকার উদ্দেশ্যে বলেন আমাদের শিক্ষার্থীরা যাতে উপজেলা পর্যায়ে প্রতিটি খেলায় অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করতে। তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। এছাড়াও তিনি শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ আলোচনার করার জন্য বলেন। এই সময় তিনি স্কুল কমিটির উদ্দেশ্যে বলেন, প্রয়োজনে প্রতিটি বাড়ীতে বাড়ীতে গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নিতে বলেন।