জাহাঙ্গীর খাঁন,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়া জেলা পুলিশের অধীন ভেড়ামারা সার্কেলের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। ২৪ ঘন্টা পুলিশিং অব্যাহত রয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়া আমাদের অন্যতম লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বিশ্বমানের স্মার্ট বাহিনী হিসেবে পুলিশ সাফল্যের ধারা অব্যাহত রেখে চলেছে।
কুষ্টিয়ার ডাইনামিক পুলিশ সুপার খাইরুল আলমের নেতৃত্বে দায়িত্বাধীন ভেড়ামারা-দৌলতপুর উপজেলায় টিম ওয়ার্কের মাধ্যমে অপরাধ সংঘটনের হার শুণ্যের কোঠায় আনতে আমরা চেষ্টা করছি। ভেড়ামারা সার্কেলের আওতাধীন এলাকাসহ সারা বাংলাদেশে পুলিশের সার্বিক কার্যক্রমে গতি এসেছে উল্লেখ করে তিনি বলেন, মিথ্যা মামলায় কেউ যাতে ভোগান্তির শিকার না হয় এবং কোন অপরাধী যেন বাদ না যায় সে ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ পরামর্শ দিয়েছি। অপরাধ সংঘটনের তথ্য পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছে পুলিশ। দ্রূত ভিকটিম কে উদ্ধার ও তার নিরাপত্তা নিশ্চিত করি। বিচার প্রার্থী যাতে হয়রানীর শিকার না হয় সেদিকে আমরা যত্নবান। থানায় থানায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। দালালের দৌরাত্ম নাই। মামলা দায়ের করছেন বাদী নিজেই। জানা গেছে,চলতি বছরের ফেব্রুয়ারী মাসে দৌলতপুর থানার মামলা সংখ্যা ৬০ মামলা , গ্রেফতার ১৩৮ ও ভেড়ামারা থানার মামলা সংখ্যা ১৫, গ্রেফতার ২৩।
তিনি আরো বলেন, মাদক চোরাচালান নিয়ন্ত্রনে আমরা বিশেষ কর্মকৌশল গ্রহন করেছি। ফলে ভেড়ামারা, দৌলতপুর থানায় মাদকের আগ্রাসন হ্রাস পেয়েছে। ঈদ কে কেন্দ্র করে ছিনতাই,মলমপার্টি যাতে সক্রিয় হতে না পারে সেজন্য জনগুরুত্বপূর্ণ স্থানে তল্লাশী চেক পোস্ট স্থাপন করা হয়েছে। সাদা পোশাকে একাধীক টহল দায়িত্ব পালন করছে। বীট পুলিশিং ও কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সর্বসাধারনের অংশগ্রহণের মধ্য দিয়ে আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি সাধিত হয়েছে। জনতাই পুলিশ,পুলিশ জনতা স্লোগান ধারন করে ২৪ ঘন্টা জনগণের কল্যাণে পুলিশ নিষ্ঠার সাথে দায়িত্বপালন করছে। জামিনে মুক্তিপ্রাপ্ত অপরাধীদের ব্যাপারে গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। পুনরায় যাতে অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে না পড়ে সেজন্য তাদের মোটিভেশন দেয়া হচ্ছে। অপরাধের অন্ধকার জগত ছেড়ে যারা সুস্থ্য জীবনে ফিরতে চান তাদের আইনগত সুরক্ষা প্রদান করা বলে জানান তিনি। ওয়ারেন্ট তামিল বেগবান হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২ থানায় পড়ে থাকা ২ হাজারের অধিক ওয়ারেন্ট আগামী ২/৩ মাসের মধ্যে তামিল সম্পন্ন করতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে । এ বিষয়ে বীট অফিসারদের দিক নির্দেশনা দেয়া হয়েছে।
সাম্প্রতিককালে দায়িত্বধীন এলাকায় সংঘটিত কলহপূর্ণ গ্রামগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ তৎপর। এজাহার নামীয় আসামী গ্রেফতার ও চাঞ্চল্যকর মামলাসমূহের তদন্ত কার্য তদারকি করা হচ্ছে। সরকারী বিভিন্ন কাজ যেমন বাজার নিয়ন্ত্রন,অবৈধ স্থাপনা উচ্ছেদ,ভ্রাম্যমান আদালত পরিচালনায় উপজেলা প্রশাসনসহ অন্যান্য সরকারী সংস্থার সাথে সমন্বয় সাধন করছে ভেড়ামারা সার্কেল। ৩৪ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০১৬ সালে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন আসিফ ইকবাল। র্যাব-১, এএসপি হেড কোয়ার্টার, পুলিশের মংলা সার্কেলে দায়িত্ব পালনকালে দক্ষতার স্বাক্ষর রাখেন। চলতি বছলের ১৮ ফেব্রুয়ারী ভেড়ামারা সার্কেলে যোগদান করেন। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে অনার্স ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞানে মাষ্টার্স সম্পন্ন করেন তিনি। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়। পেশাগত দায়িত্ব পালন ও আইনশৃংখলা পরিস্থতির উন্নয়ন সাধনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।