হিরক খান,মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের সুমন হোসেন ওরফে কসাই সুমন হত্যার মামলার রায়ে আব্দুল আউয়াল নামের এক ব্যক্তিকে ৮ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ মার্চ) দুপুরের দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। সাজা প্রাপ্ত আব্দুল আউয়াল কাজীপুর গ্রাামের আবুল কাশেমের ছেলে।
মামলার বিবরণীতে জানা গেছে, পরকীয়া সম্পর্কে জের ধরে ২০১৪ সালের ৬ জুন দুপুরের দিকে কাজীপুর গ্রামের শমসের আলী ছেলে সুমন কসাই তার ব্যবসা কাজ শেষ করে সাইকেলের যোগে বাড়ি ফেরার পথে পথিমধ্যে আব্দুল আউয়াল তার উপরে হামলা চালায়। এ সময় হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে সুমনকে মারাত্মক যখন করেন।
পরে তাকে উদ্ধার করে প্রথমে বামন্দী,পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ঢাকায় রেফার্ড করার পর সুমনের মৃত্যু হয়। ওই ঘটনায় সুমনের বাবা শমসের আলী বাদী হয়ে গাংনী থানায় ৩৪১/৩০২ ধারায় একটি মামলা দায়ের করেন। যার দায়রা নং- ২০০/ ২০১৭। জি আর কেস নং ১৮৪ /১৫। পরে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মুক্তার হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন। এবং মামলাটি ৩৪১/৩০৪ ধারায় অন্তর্ভুক্তি করা হয়।
মামলায় মোট ১৪ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি আব্দুল আউয়াল দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৮ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডদেশ প্রদান করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক। এবং আসামী পক্ষে অ্যাডভোকেট শফিকুল আলম কৌশলী ছিলেন।