মোঃ সাজ উদ্দিন,সিলেটঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ী আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধকল্পে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০২ মে (মঙ্গলবার) দুপুর ০১:৩০ ঘটিকা থেকে বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীনস্থ প্রতাপপুর ও সংগ্রাম বিওপি’র দায়িত্বপূর্ণ সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার মন্দিরঘাট এবং সিঁড়িরঘাট নামক স্থানে দুইটি বিশেষ ও নিয়মিত টহল দল অভিযান পরিচালনা করে। চোরাকারবারিরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। উভয় অভিযানে টহল দল চোরাকারবারিদের ফেলে যাওয়া চটের বস্তা থেকে বিভিন্ন প্রকার বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ী আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় শাড়ীর মূল্য ১,৭৫,৬৬,০০০ (এক কোটি পঁচাত্তর লক্ষ ছিষট্টি হাজার) টাকা।
আটকের বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন, পিএসসি (ইঞ্জিনিয়ার্স) জানান, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে সীমান্ত পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ী স্থানীয় শুল্ক অফিসে জমা দেয়া হবে।