হেলাল হোসেন কবিরঃ ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশনের পরিচালনায় ইউনাইটেড রংপুর ফিজিক্যালি চ্যালেঞ্জেড ক্রিকেট টিম জাতীয় পর্যায়ে খেলায় সুযোগ পাওয়া নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৪ মে (বৃহস্পতিবার) বিকাল ৩ ঘটিকায় লালমনিরহাটের শেখ কামাল স্টেডিয়ামের কনফারেন্স রুমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ফিজিক্যালি চ্যালেঞ্জেড ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এ এবার অংশগ্রহণে খেলতে সুযোগ পাওয়ায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশনের ইউনাইটেড রংপুর ফিজিক্যালি চ্যালেঞ্জেড ক্রিকেট দল।
সেখানে স্বাগত বক্তব্য রাখেন ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুহিন রায়।
সংবাদ সম্মেলনে ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশনের রংপুর ফিজিক্যালি চ্যালেঞ্জেড ক্রিকেট দলের অধিনয়ক মাহবুবার রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। টিমের অধিনায়কের বক্তব্যের মাধ্যমে জানা যায়, ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে প্রতিবন্ধী খেলোয়াড়দের জীবনমান উন্নয়নের কাজ করছে। সংগঠনটির মাধ্যমে এবার জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাচ্ছে অত্র অঞ্চলের প্রতিবন্ধী খেলোয়াড়রা। আগামী ৬ মে থেকে ১৭ পর্যন্ত ঢাকার পূর্বাচল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির আয়োজনে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে। সেখানে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে এই টিম। এই খেলায় যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানানো হয়। সেই সাথে উপস্থিত সাংবাদিকদের কাছে সহযোগিতা চান টিমের অধিনায়ক।
এসময় ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশনের সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম স্বপন। তিনি বিত্তবানদের সুদৃষ্টি কামনা করেন, অর্থনৈতিক সহযোগিতা পেলে এরা আরও বহুদূর এগিয়ে যাবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশনের সহ-সভাপতি আবু জাহেদ ভুট্টুু, রবিউল ইসলাম আউয়াল, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী খান মিঠু, যুগ্ম সম্পাদক সম্পাদক আরিফ ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজ চৌধুরী, কোষাধ্যক্ষ মাহবুবার রহমান মাহবুব, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু হোরায়রা আল শিহাবসহ ইউনাইটেড রংপুর ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দলের খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।