নিজস্ব প্রতিনিধিঃ ভোলা -৩ আসনের সংসদ সদস্য দ্বীপ বন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, শিক্ষাখাতে শেখ হাসিনার সরকারের উন্নয়নের বিকল্প নেই বর্তমান সরকারের সময়ে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী অনেক সফলতা দৃশ্যমান। সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণে অভিন্ন পাঠ্যসূচি এর মধ্যে উল্লেখযোগ্য। শিশুদের মধ্যে গণতন্ত্র ও নেতৃত্বের বিকাশ ঘটিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করায় আজ দেশে শিক্ষার হার বেড়েছে। মাদ্রাসায় অনার্স কোর্স চালু, কওমি মাদ্রাসার স্বীকৃতি প্রদান এবং দাওরা হাদিসকে মাস্টার্স সমমান প্রদান করে মাদ্রাসা শিক্ষার প্রসারে বর্তমান সরকার তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। শুক্রবার (১৯ মে) সকালে চাঁদপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৫তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও এমপি শাওন পাঠাগার উদ্বোধণ, স্থির চিত্র পরিদর্শন, পুরষ্কার বিতরণ সহ আলোচনা সভায় অংশগ্রহণ কালে এসব মন্তব্য করেন সাংসদ শাওন। এর আগে ভুবন ঠাকুর বাজার সংলগ্ন শ্রী শ্রীকৃষ্ণ শিবশক্তি মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ফরিদ, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।