গুরুদাসপুর,নাটোর প্রতিনিধিঃ নাটোর জেলাসহ গুরুদাসপুরে আনুষ্ঠানিভাবে সুস্বাসু গোপালভোগ আম সংগ্রহ শুরু হয়েছে। শনিবার(২০মে) নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের কোলাকান্তনগর মিজানুর রহমানের বাগানে গাছ থেকে গোপালভোগ আম পাড়ার মধ্যে দিয়ে আম সংগ্রহ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঞাঁ। এসময় উপস্থিত ছিলেন ইউএনও শ্রাবণী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ,উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়র রহমান।
অফিস সূত্রে জানা যায়, নাটোর জেলাতে এবার ৫হাজার ৭শত ৩৯ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। গুরুদাসপুর উপজেলাতে ২৯২ হেক্টর জমিতে আম উৎপাদন হয়েছে। জেলা ও উপজেলাসহ গড়ে প্রতি হেক্টরের উৎপাদন প্রায় ১৩.৯মেট্রিক টন। ইতিমধ্যে নির্ধারিত সময় অনুযায়ী গত ৫মে হতে বাজারে বিভিন্ন জাতের গুটি আম বাজারজাতকরণ শুরু হয়েছে। শনিবার ২০ মে হতে শুরু হয়েছে গোপালভোগ আম সংগ্রহ। এলক্ষ্যে গুরুদাসপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে গোপালভোগ আম সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে ইউএনও শ্রাবণী রায়ের সভাপতিত্বে উপস্থিত আম বাগান মালিকবৃন্দ ও ব্যবসায়ীগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, প্রধান অতিথিসহ ও সম্মানিত অতিথিবৃন্দ ।
বাগান মালিক মিজানুর রহমান,মন্টু মিয়া,রহমত আলী, টিপু সুলতান, আতিক মিয়া,রানা আহম্মেদসহ কমপক্ষে ১৫জন জানান, এবছর আমের বাম্পার ফলন হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশমতে গুটি কাঁচা আম গত ৫মে ও পাকা গুটি আম গত ১৫ মে হতে বাজারজাত শুরু করি। এতে আমের পরিপক্কতা আসায় বাজারে বিক্রিতে ভাল দাম পাওয়া গেছে। নির্দিষ্ট সময়ে গোপালভোগ সংগ্রহে শুরু হওয়ায় বাজারে বিক্রিতে ভাল দাম পাওয়া যাবে বলে মনে করেন তাঁরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ জানান, এবছর আবহাওয়া ভাল থাকায় আমের বাম্পার ফলন হয়েছে। এতে কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
জেলা প্রশাসক আবু নাছের ভূঞাঁ জানান, নির্ধারিত সময়ে বাগান থেকে আম সংগ্রহ শুরু করা হয়েছে। এখন এই আম দেশের বিভিন্ন জায়গা পৌঁছে যাবে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমের বাম্পার ফলন হয়েছে। বাজার দরও বেশ ভালো। ফলে আম চাষি ভাইয়েরা এবার লাভবান হবেন।