মোঃ সাজ উদ্দিন,সিলেটঃ সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় “শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩” এর শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফের যৌথ আয়োজনে ও সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া অফিস সিলেটের সহযোগিতায় সিলেটের জৈন্তাপুর উপজেলা পর্যায়ে ফেরিঘাট ক্যাপ্টেন রশিদ মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের প্রায় শতাধিক শিশু-কিশোরদের নিয়ে ফুটবল, ক্রিকেট ও কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০ মে (শনিবার) সকাল ১১ টায় জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ নূর হোসেন এর সভাপতিত্বে প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ, ইউনিসেফ বাংলাদেশ ঢাকা ভিএসি কো-অর্ডিনেটর নুসরাত সুমাইয়া, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, এপিসি প্রজেক্ট সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর দেবাশীষ মজুমদার, সিলেট জেলার ইউনিসেফের প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম সি.পি.সি.এম, সুগন্ধা এফসির পরিচালক এটিএম মাসুদ, ক্রীড়া সংগঠক বশির উদ্দিন, এনাম উদ্দিন, আব্দুল কাইয়ুম, ফয়েজ আহমদ, আব্দুল আহাদ প্রমুখ।
বিকাল ৫ টায় জৈন্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ এর পরিচালনায় উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, উপজেলা ছাত্রলীগের কর্মী মনসুর আহমদ, বুরহান আহমেদ, নিহাল পাল সহ বিভিন্ন একাডেমি/ক্লাবের কোচ, সংগঠক ও ক্রীড়ানুরাগী অন্যান্য ব্যক্তিবর্গ।
অতিথিবৃন্দ রানার্সআপ ও চ্যাম্পিয়নদের হাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফের যৌথ আয়োজনে ও সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া অফিস সিলেটের সহযোগিতায় ট্রফি, ক্রেস্ট ও অন্যান্য পুরস্কার তুলে দেন। উক্ত অনুষ্ঠানে পলাশী মজুমদার ও মোঃ শফিকুল ইসলাম সি.পি.সি.এম ইউনিসেফের বিভিন্ন সচেতনতামূলক সেশন পরিচালনা করেন।