বিলালুর রহমান,জৈন্তাপুর উপজেলা প্রতিনিধিঃ জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত উপজেলা কমপ্লেক্স’র অভ্যন্তরে প্রতিষ্ঠিত বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ মে বুধবার দুপুর ১২টায় ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমেদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মান উন্নয়নে অতীতের মত জৈন্তাপুর ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের সার্বিক কল্যাণে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর সাইট্রাস গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জুটন চন্দ্র সরকার, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা পল্লি সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক হারুন রশিদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: জুলহাস মিয়া, একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, অভিভাবক সদস্য আব্দুল হাই, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হানিফ আহমদ। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম হাফিজ রফিকুল ইসলাম রায়হান।
উল্লেখ: ডা: কুদরত উল্লাহ শিক্ষা ট্রাষ্টের সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমেদ ট্রাষ্টের পক্ষে সাড়ে ৮লাখ টাকা অনুদান প্রদান করায় বিদ্যালয়ের দ্বিতল ভবন নিমার্ণ বাস্তবায়ন করা হচ্ছে। বিগত ২০০৭ সালে ডা: কুদরত উল্লাহ পরিবারের পক্ষ ৪০ লাখ টাকা দিয়ে একটি একাডেমিক শিক্ষা ভবন নিমার্ণ করা হয়েছিল।