স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ খুলনার দাকোপের ৮ নং বাজুয়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে উন্মুক্ত বাজেট অধিবেশন আজ ২৯ মে সোমবার সকাল ১১ টারদিকে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস কুমার রায়ের সভাপতিত্বে উক্ত বাজেট অধিবেশনে
প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তৃতা করেন বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার রায়।
ইউনিয়ন পরিষদের সচিব কাইদিআজম চলতি ও আগামী অর্থ বছরের উন্নয়ন প্রকল্প বাজেট জন সম্নুখে তুলে ধরেন।বাজেট অধিবেশনে স্বাস্হ্য ও কৃষিকে গুরুত্ব দিয়ে চেয়ারম্যান মানস কুমার রায় বলেন,২০২৩ ২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সম্পর্কে উপস্হিতিদের মাঝে তুলে ধরেন।বাজেটে সম্ভব্য আয় ধরা হয়েছে ৩ কোটি ৬০ লাখ ২৯ হাজার ৩৬৭ টাকাসম্ভব্য ব্যয় ধরা হয়েছে তিনকোটি ৬০ লাখ ২৬ হাজার ৩২৯ টাকা উদ্বৃত ৩০৩৮ টাকা।
চেয়ারম্যান মানষ রায় বলেন বাজেট হচ্ছে একটি ইউনিয়নের অর্থবছরের বিভিন্ন ধরনের উৎস্য হতে কি পরিমান অর্থ আয় হয় এবং তা জনগনের মধ্যে
কিভাবে ব্যয় করা হয় তারই একটি পূর্ব পরিকল্পনা যা ইউনিয়ন বাসীর জানার অধিকার শুধু নয় সুচিন্তিত মতামত প্রনয়ণের মধ্যমে সকল উন্নয়ন মুলক কার্যক্রম সহোযোগিতা করা।
উক্ত বাজেট অধিবেশনে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাজুয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত কুমার দে,প্রধান শিক্ষক শশাংক ঢালী,চুনকুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ রায়,অধ্যাপক প্রনবেন্দু রায়া,অগ্রনি ব্যাংকের ব্যবস্হাপক আকতারমাহমুদ
বাজুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় রায়,সাংবাদিক প্রবীর রায় বাপী,
বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অপারাজিত মন্ডল অপু,তুষার রায়,নারীনেত্রী দানকুমারী,কাঞ্চন বিশ্বাস,রুবিনা খান,প্যানেল চেয়ারম্যান উৎপল দাস,সহ সকল ইউপি সদস্য সদস্যা বৃন্দ।