গুরুদাসপুর,নাটোর প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আহম্মদ আলী মোল্লা মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (১ জুন) বিকাল ৫ টার দিকে বেগম রোকেয়া বালিকা বিদ্যালয় ও কলেজে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আয়োজক সুত্র জানায়,নাটোর-৪ আসনটি দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের দখলে ও দলটির দুর্গ হিসাবে পরিচিত। এ আসনের বর্তমান সংসদ সদস্য বয়সের ভারে ন্যুয়ে পড়েছেন। স্বজনপ্রীতি,কমিটি গঠনে ত্যাগীদের অবমুল্যায়ন-নিজের পছন্দের লোক দিয়ে বলয় তৈরী,কর্মিদের সাথে অশোভন আচরনসহ নানা অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত তিনি। একারনে এ আসনের প্রার্থী পরিবর্তন করে তরুন আহম্মদ আলীকে দলীয় মনোনয়ন দেবার দাবীতে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গুরুদাসপুর পৌরসদরের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোজাহার আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মইনুল হোসেন। ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সবুজের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আলমগীর হোসেন আলম,রাশিদুল ইসলাম ডায়মন্ড,শিমুল শেখ,রানা আহম্মেদ প্রমুখ।
আহম্মদ আলী মোল্লা জানান,তিনি রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি। এর আগে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সম্পাদকীয়্্্ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে নাটোর জেলা আ.লীগের কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছেন। তিনি মহামারী করোনা,বন্যা,শীতে মানুষের পাশে থেকে সহযোগীতা করেছেন। মাদক থেকে যুব সমাজকে দুরে রাখতে বিভিন্ন সময় ক্রিড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে এলাকার উন্নয়নে অবদান রেখে চলেছেন। এ আসনের জনগন দলীয় মনোনয়ন পরিবর্তন চায়। তিনি বিশ্বাস করেন মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন পরিবর্তন করে যোগ্যতার ভিক্তিতে মুল্যায়ন করলে তিনি আগামীতে নৌকার মনোনয়ন পাবেন। তিনি দলীয় মনোনয়ন পেলে নেতা-কর্মীদের পাশে থেকে তাকে সমর্থন দেবার আহবান জানান।
পরে উপস্থিত জনতা হাত উচিয়ে আহম্মদ আলী মোল্লাকে সমর্থন জানান। অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মি সমর্থক উপস্থিত ছিলেন।