এস এম হুমায়ুন,বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) সকালে দিবসটি উপলক্ষে বাগেরহাট শহরের রেলরোডে জেলা আওয়ামী লীগের অফিস চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিকালে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজামআন টুকু ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দিনসহ নের্তৃবৃন্দ প্রথমে দলীয় অফিস চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের বিপুল সংখক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।