মোঃ মামুন হোসেন,বেনাপোলঃ যশোরের বন্দর নগরী বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করা পাসপোর্ট ধারী যাত্রীদের আজ শনিবার (১/৭/২০২৩) ইং থেকে ভ্রমণ কর বাবদ এক হাজার টাকা নেওয়া হচ্ছে এবং প্যাসেঞ্জার টার্মিনাল চার্জ বাবদ আরও ৫২ টাকা নেওয়া হচ্ছে, এ নিয়ে দুর্ভোগের মধ্যে পড়েছেন সাধারণ ও চিকিৎসা নিতে যাওয়া পাসপোর্টযাত্রীরা। আগে ভ্রমণ কর বাবদ ৫০০ টাকা এবং ৫২ টাকা পোর্ট টার্মিনাল চার্জ নেয়া হতো। আজ শনিবার (১ জুলাই) সকাল থেকে ভ্রমণ কর বাবদ এক হাজার টাকা করে নেয়া হচ্ছে। সাথে নেয়া হচ্ছে পোর্ট টার্মিনাল চার্জ এর ৫২ টাকা।
চলতি ২০২৩-২৪ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে বিদেশ ভ্রমণে ভ্রমণকর দ্বিগুণ করার প্রস্তাব পেশ করেন এবং তা সংসদে পাশ হওয়ার পর আজ শনিবার সকাল থেকে কার্যকর করা হয়েছে।
বর্তমানে প্রতিদিন বেনাপোল বর্ডার বন্দর দিয়ে চার/থেকে পাঁচ হাজার পাসপোর্ট যাত্রী ভারতে চিকিৎসা, লেখাপড়া, ভ্রমণ, ব্যবসা সংক্রান্ত ও আত্মীয়স্বজনের বাড়ি বেড়াতে যান। ভারতীয় নাগরিকরাও একই ভাবে বাংলাদেশে আসেন।
বিশেষ করে ক্যান্সার, হার্ট, লিভার, কিডনি সমস্যায় আক্রান্ত শত শত অসহায় রোগীরা প্রতিনিয়ত ভারতে যান চিকিৎসা নিতে। ১২ বছর বয়স পর্যন্ত যাত্রীদের ভ্রমণ কর অর্ধেক করা হয়েছে। এ ছাড়া পাঁচ বছর বা তার চেয়ে কম বয়সী যাত্রী, অন্ধ ব্যক্তি, ক্যান্সারে আক্রান্ত রোগী বা স্ট্রেচার ব্যবহারকারী বা পঙ্গু ব্যক্তিরা ভ্রমণ কর ছাড়াই ভারত ভ্রমণ করতে পারবেন।
মোঃ আরিফুল ভারত গামী যাত্রী পেশা ব্যবসা তিনি ভারতে চিকিৎসা নিতে যাচ্ছেন তিনি সহ ভারত ভ্রমণে অধিকাংশ যাত্রী বর্ধিত ভ্রমণ কর প্রত্যাহারের দাবি জানান,
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, ভ্রমণ কর দ্বিগুণ হওয়া সত্ত্বেও আজ সাড়ে পাঁচটা পর্যন্ত ডিপারচার হয়েছে বাংলাদেশে পাসপোর্ট ৩৯৪৭ জন ফরেনিয়ার পাসপোর্ট ৩০০ জন, এরাইভেল হয়েছে তিন হাজার তিনশ জন।