শেখ মারুফ হোসেন,কালিগঞ্জ,সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ৬০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং কোর্স এর শুভ উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী । কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজন ১০ জুন সোমবার সকালে উপজেলা আইসিটি ট্রেনিং সেন্টার উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা, অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা তথ্য প্রযুক্তি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, উপজেলা ব্যান্ডবাইজ কর্মকর্তা নাসিম শাহাদাত প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন উপজেলার সকল বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান এর মাধ্যমে উদ্যোক্তা হয়ে প্রতিষ্ঠিত হতে হওয়ার আহ্বান জানান। আত্মশক্তিতে বলিয়ান কোন ব্যক্তি পিছিয়ে থাকতে পারে না। পাশাপাশি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী তার জীবনের সফলতার গল্প শোনান, তিনি বলেন আমি নিজেকে একজন কৃষক ফার্মার পরিচয় দিতে গর্ব করি। তিনি আরো বলেন স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হতে হবে, কোন কাজেই ছোট নয় নিজেকে তৈরি করতে হবে, নিজেকে আত্মবিশ্বাস ও মনোযোগ নিয়ে ৬০ ব্যাপী এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে যেতে হবে সফলতা আসবেই।