মোঃ মজিবর রহমান শেখঃ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি বলেছেন, আমি বিশ্বাস করি যদি কোভিড ১৯ না হতো, ইউক্রেন রাশিয়া যুদ্ধ না হতো, তাহলে এবারেই ৫০ টি স্কুলে আরও নতুন বিল্ডিং করা যেত। তবে সেগুলোও হবে, কারন বিল্ডিংয়ে যে সকল উপকরণ লাগে, যেমন রড, পাথর, সিমেন্ট প্রত্যেকটি জিনিসের দাম বেশি। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশটাকে উন্নত দেশে পরিনত করার জন্য কাজ করে যাচ্ছি। তিনি ২৫ জুলাই মঙ্গলবার বিকেলে পৌর শহরের সি,এম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, পুরো ঠাকুরগাঁও জেলায় প্রায় ২১০ টি স্কুল আছে। মাদ্রাসা আছে। সবগুলো মিলে আমাদের কাজ করতে হয়। আজকে ৩৫টির মত ভবন উদ্বোধন করেছি। এতে করে শিক্ষার্থীদের পড়াশুনার যে সুবিধা হয়েছে। তারা আলাদা একটা পরিবেশে পড়াশুনা করতে পারছে। আমরা উন্নয়নের ধারা অব্যাহত রেখে চলছি। উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি। আমাদের দেশ উন্নয়নশীল হয়েছে। ২০২৫ সাল পর্যন্ত এর পরবর্তী সময়ে আমরা উন্নত দেশে পরিনত হতে সক্ষম হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে ভাল ফলাফল করতে হবে। ভালভাবে লেখাপড়া করলে, ভাল শিক্ষক হতে পারবে, ভাল চাকুরীজীবী হতে পারবে। আমরা এদেশটাকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তৈরী করতে চাচ্ছি। আর এটা করতে চাইলে আমাদের প্রত্যেকটা মানুষকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার জন্য কাজ করতে হবে। তিনি আরও বলেন, বাঙালীদের মেধা বেশি, তারা সব পারে। আমাদের শহরে অনেক স্কুল রেয়েছে। তবে শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে হবে। আমরা আপনাদের সবক। আমরা নিরলসভাবে আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। যারা অভিভাবক আছেন তাদের অনুরোধ করবো, আপনার সন্তানেরা ঠিকমত বিদ্যালয়ে যাচ্ছে কিনা সেই দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ একটা আধুনিক বাংলাদেশে রুপান্তর করার লক্ষ্যে আমাদের মেয়েদের সঠিকপথে গিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যায়, নিজেরাই শক্তিশালী হয়, তাহলে আগামী নির্বাচনে শেখহাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। সকল শিক্ষার্থীদের দেশটাকে উন্নত করতে এগিয়ে আসতে হবে। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সভাপতি এবং সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটোর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপেন্দ্র নাথ ঝাঁ প্রমুখ। ৮০ লাখ টাকা ব্যয়ে সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত ২য় ও ৩য় তলা ভবনের কাজটি বাস্তবায়ন করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।