মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ একটি পূর্ণাঙ্গ বৃক্ষ ৪ জন মানুষের অক্সিজেন সরবরাহ করে। এ প্রতিপাদ্যকে সামনে রেখে কচিকাচাদের প্রাণের বিদ্যালয় সাতক্ষীরা কিন্ডার গার্টেনের ২৫ বছর পূর্তি রজত জয়ন্তী উপলক্ষ্যে বৃক্ষের চারা বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই রবিবার সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরার পলাশপোলস্থ সাতক্ষীরা কিন্ডার গার্টেনের বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিষ্ঠাতা ও হেড টিচার মোঃ রফিকুল
হাসানের সভাপতিত্বে এ বৃক্ষের চারা বিতরণ শুরু করা হয়। ২ হাজার ৫শ টি ফলজ-বনজ সহ বিভিন্ন জাতের চারা বিতরণ উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ,সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মোঃআসাদুজ্জামান বাবু, এনএসআই সাতক্ষীরা উপ-পরিচালক আজিজুর রহমান, পৌর কাউন্সিলর মোঃ শফিকুদ্দৌলা সাগর, সাতক্ষীরা ট্রাফিক পুলিশের অফিসার ইনচার্জ শ্যামল কুমার চৌধুরী,জনতা ব্যাংক বাকাল শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান, দৈনিক প্রথম আলোর
নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী। এছাড়াও বিদ্যালয়ের অভিভাবক সহ সাতক্ষীরার বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ বৃক্ষের চারা
বিতরণ উৎসবে উপস্থিত থেকে বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।শিশুদের মতো পরিচর্যা করে বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপনের কোন
বিকল্প নাই। সবুজ, শ্যামল বাংলায় ফলজ, বনজ ও ঔষধী গাছের উপকারিতা, পরিবেশ রক্ষা, জ্বলোচ্ছাস, বন্যা সহ নানা প্রাকৃতিক দূর্যোগের কথা উল্লেখ করে
গাছের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।