রানা খান,শ্রীপুর,গাজীপুর প্রতিনিধিঃ মাছ বাঙালি জাতির সংস্কৃতি ও কৃষ্টির অংশ। দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও রফতানি আয়ে মৎস্য খাতের অবদান আজ সর্বজনস্বীকৃত ।আমাদের দৈনন্দিন খাদ্যে প্রাণিজ আমিষের প্রায় ৬০ শতাংশ আসে মাছ থেকে। দেশের প্রায় ১৪ লাখ নারীসহ মোট জনসংখ্যার ১২ শতাংশেরও বেশি অর্থাৎ প্রায় দুই কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৎস্য খাতের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছে। দেশের মানুষ গড়ে জনপ্রতি প্রতিদিন ৬০ গ্রাম চাহিদার বিপরীতে ৬২ দশমিক ৫৮ গ্রাম মাছ বর্তমানে গ্রহণ করছে। আর এই চাহিদা মেটাতে গাজীপুরের শ্রীপুরে “বরমী ট্যুরিষ্ট ক্লাবের” উদ্যোগে বরমী শীতলক্ষা নদীতে ১০লক্ষ মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
৩রা আগষ্ট বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা বরমী ইউনিয়নের শীতলক্ষ্যা নদীতে
মাছের পোনা অবমুক্তকরণ করেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার, গাজীপুর জেলা আওয়ামী লীগ নেতা শাফি উদ্দীন মোড়ল,বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, বরমী ট্যুরিষ্ট ক্লাবের সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক,বরমী বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব হাশেম মিলিটারি, সাধারণ সম্পাদক জহির উদ্দিন সরকার, আওয়ামী লীগে নেতা জাকির হোসেন মোড়ল, শওকত মৃধা, আব্দুস সামাদ শেখ, বরমী বাজার বিশিষ্ট ব্যবসায়ী খালেক নেওয়াজ ভূইয়া, কামাল খান, নজরুল ইসলাম ,আতিকুর রহমান ও বরমী ট্যুরিষ্ট ক্লাবের সদস্যবৃন্দ।
পরে বরমী বাজারের বিভিন্ন স্থানে গাছের চারা রোপন করা হয়।