শেখ মারুফ হোসেন,সাতক্ষীরা,কালীগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং স্মৃতিচারণ অনুষ্ঠান।
শনিবার (৫ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে স্মৃতিচারণ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলার চৌকস সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী, কালিগঞ্জ থানা’র অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দীন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সূধীবৃন্দ।