রাম বসাক,শাহজাদপুর,সিরাজগঞ্জঃ প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল শনিবার দুপুরে শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশানে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষরোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অসীম কুমার সাহা বানী, সাধারন সম্পাদক বাসুদেব দত্ত, পৌর শাখার সভাপতি রতন বসাক, সাধারন সম্পাদক ও বাংলা খবর বিডি’র প্রকাশক মানিক সরকার, বৃক্ষপ্রেমিক এনামুল হাসান হিটু, সহ-সভাপতি তুষার কান্তি সাহা, অসীম ভট্টাচার্য, চন্দন সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক রাজেশ দত্ত, গণসংযোগ সম্পাদক পার্থ সাহা, বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক স্বপন সূত্রধর প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, জীব বৈচিত্র ও পরিবেশের ভারসাম্যতা রক্ষায় বৃক্ষের বিকল্প নাই। এজন্য সকলকে বৃক্ষ রোপনে এগিয়ে আসার আহবান জানাই।