শেখ মারুফ হোসেন,সাতক্ষীরা,কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ, প্রেসক্লাব,স্কুল ,কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা ,সহকারী কমিশনার ভূমি মোঃ আজাহার আলী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমানের নেতৃত্বে কালিগঞ্জ থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের নেতৃত্বে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, কালিগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ হতে সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ-সভাপতি বাবলা আহমেদ, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আহমদুল্ল্যাহ বাচ্চু প্রমূখ।
সোনালী ব্যাংক ম্যানেজার প্রশান্ত ব্যানার্জি নেতৃত্বে সোনালী ব্যাংক কালিগঞ্জ উপজেলা শাখা, কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ও বিভিন্ন সংগঠন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এরপর সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, সরকারি কমিশনার ভূমি মোঃ আজহার আলী, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুল, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বেলা ১১ টায় জাতীয় শোক দিবসের সাথে সঙ্গতিপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা যুব উন্নয়ন অফিসার কর্তৃক উপজেলা যুবকদের মাঝে ঋণ বিতরণ করা হয়।
এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাস্টার নরিম আলী মুন্সির সভাপতিত্বে সাধারণ সম্পাদক এনামুল হক ছোটর সঞ্চালনায় কালিগঞ্জ ব্রিজের সন্নিকটে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, কালিগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাবিব ফেরদৌস শিমুল প্রমূখ।
এছাড়াও কালিগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠন গুলো যথাযথ মর্যাদায় দিনটি উদযাপন করেছে।