মোঃ জাহাংগীর আলম মোল্লাহ্,গাজীপুরঃ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্টে নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের উদ্যোগে যথাযথ মর্যাদায় ৪৮তম জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট অডিটরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিআরআরআই প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিআরআরআই মহাপরিচালক জনাব ড. শাজাহান কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিআরআরআই পরিচালক গবেষণা ও সাধারণ পরিচর্যা, পরিচালক প্রশাসন।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিআরআরআই প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য
শিক্ষকবৃন্দ।