মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য ও সিগারেটের বিজ্ঞাপন প্রচারণা করার অপরাধে নীলফামারীর ডোমারে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ই আগস্ট) ডোমার উপজেলার আন্ধারুর মোড় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপীর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। এতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে তা আদায় করা হয়।
অভিযানে সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্যের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় আন্ধারুর মোড় বাজারের রঞ্জনা ভাতের হোটেল মালিক মোঃ রমজান আলীকে ৮ হাজার টাকা ও আইন অমান্য করে সিগারেটের বিজ্ঞাপন অপরাধে তামাক নিয়ন্ত্রণ আইন-২০০৫ (সংশোধিত আইন-২০১৩) এর ৫(ছ) ধারায় সনদ কর্মকারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ডোমার থানার এএসআই জগবন্ধু রায় সহ পুলিশ সদস্যবৃন্দ।