মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ ভোলার লালমোহনে শিশুদের বিরুদ্ধে সহিংসতা (বাল্যবিবাহ সহ) প্রতিরোধের জন্য সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্প এর জনসম্পৃক্তকরণ সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিসেফ এর সহযোগিতায় বৃহস্পতিবার দিনব্যাপী বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়েজনে লালমোহন উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল। প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডনেটর রেখা ইয়াসমিন ও প্রজেক্ট অফিসার সারা লিসা খাঁন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমানসহ কাজী, ইমাম, পুরোহিত, শিক্ষক, সাংবাদিকসহ আরো অনেকে।