স্বপন কুমার রায়,খুলনাঃ খুলনার দাকোপে ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৯ পূন্য আবির্ভাব তিথি উপলক্ষ্যে ” – খুলনার দাকোপে উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির এর উদ্যোগে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার অনুষ্ঠিত হয়েছে। ৭ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকল ১১টার দিকে নয়নাভিরাম শোভাযাত্রাটি চালনা বৌমার গাছতলা কেন্দ্রীয় মন্দির চত্তর হতে শুরু হয়ে চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক, ও চালান বাজার , আচাভুয়া বাজার, ডাকবাংলো মোড় প্রদক্ষিণ করে পুনঃ মন্দির চত্বরে এসে শেষ হয়।এসময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদযাপন কমিটির সভাপতি ডাঃ সন্তোষ কুমার মজুমদার এর সভাপতিত্বে আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত, অতিথি হিসেবে বক্তব্য দেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, হিন্দু মহাজোটের দাকোপ উপজেলা সভাপতি এ্যাডঃ প্রণব গোলদার, চালনাবাজার সার্ববজনীন রাধাগোবিন্দ মন্দিরে সাধারণ সম্পাদক গৌতম সাহা, গোবিন্দ বিশ্বাস, মোহনলাল সাহা, শিশির বিশ্বাস, বিকেন গাইন,পরিমল বিশ্বাস, প্রহলাদ বিশ্বাস, তাপস সাহা , সমররায়, বিউটি সাহা, অলোকা সাহা, সহ বিভিন্ন স্কুল, কলেজ শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রী সহ এলাকার হাজারো আর্য্য ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন।