লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের বাজিতপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় সর্বমোট ৯১ (একানব্বই) বোতল বিদেশি মদসহ বাজিতপুর থানার কৈলাগ কচুয়াখলা গ্রামের পূর্ব পাশে নুন্নির হাওড়ের শ্মশান ঘাট এলাকা থেকে ১। মো. খোকন মিয়া (৪১), ২। বিপুল চন্দ্র দাস (২৬), ৩। মোছাদ্দেক হোসেন (৪৩) এবং ৪। মো. রানা মিয়া (২৮)দেরকে বিদেশি মদ বিক্রি করার সময় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে বাজিতপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত বিবাদী ১। মো. খোকন মিয়া (৪১) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পাটুলী এলাকার মো. আবুল কাশেমের ছেলে, ২। বিপুল চন্দ্র দাস (২৬) একই উপজেলার পাটুলী শিয়ালদিপাড় এলাকার মৃত বিমল চন্দ্র দাসের ছেলে, ৩। মোছাদ্দেক হোসেন (৪৩) একই উপজেলার পাটুলী শেখবাড়ি এলাকার মো. আবুল কাশেমের ছেলে এবং ৪। মো. রানা মিয়া (২৮) একই উপজেলার পাটুলী মলিহাটি নতুন শাহপুর এলাকার নুর মোহাম্মদ আলীর ছেলে।
কিশোরগঞ্জের বাজিতপুর থানা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো. সোহেল রানা তালুকদার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত বিবাদীদেরকে গ্রেফতার করে এবং বিবাদীদের হেফাজতে থাকা সর্বমোট ৯১ (একানব্বই) বোতল বিদেশি মদ উদ্ধার করে। গ্রেফতারকৃত বিবাদীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজসে বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে বাজিতপুর থানাসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছেন।
এ ঘটনায় বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।