আলমগীর ইসলামাবাদী,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে আগামীকাল শুক্রবার নগরীর লালদিঘি ময়দানে সমাবেশের ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর ও জেলা শাখা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
সরকার ক্ষমতায় থাকার সকল অধিকার হারিয়েছে। তাই চট্টগ্রামের জনগণ এ সরকারকে বিদায় জানাতে ঐক্যবদ্ধ হয়েছে। সমাবেশে ৪ দফা দাবি তুলে ধরা হবে। এগুলো হলো : ক. প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল। খ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির প্রবর্তন। গ. বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরেপেক্ষ নির্বাচনের দাবি ও ঘ. দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতি রোধ
ইসলামি আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ জান্নাতুল ইসলাম বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জনবিচ্ছিন্ন এ করে জনদুর্ভোগ লাগব।