স্বপন কুমার রায়,খুলনাঃ সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে উদ্ভাবনে স্হানীয় সরকার এ প্রতিপাদ্য বিষয় কেসামনেরেখে খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্হানীয় সরকার দিবস উন্নয়ন মেলা -২৩ উদযাপ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টার দিকে দাকোপ উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩ দিন ব্যাপী এ মেলার শেষ দিনে আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা নির্বাহীঅফিসার জয়দেব চক্রবর্তী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা -১ আসনের সাংসদ ও হুইপ পঞ্চানন বিশ্বাস।এ সময় তিনি বলেন,, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা সাধারণ স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজন, সমস্যা এবং তা উত্তরণের উপায় সম্পর্কে সবচেয়ে বেশি অবগত থাকেন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন কার্যক্রমের সুফল জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে পদক্ষেপ নিয়েছেন। স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হলে প্রান্তিক জনগোষ্ঠী সরকারের উন্নয়ন কার্যক্রমের আরও বেশি সুফল পাবে।আওয়ামী লীগ সরকার গ্রাম ও শহরের মধ্যে বৈষম্য দূর করেছে। যার জন্য বর্তমানে গ্রামাঞ্চলের জনগণের জীবনমানের ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ সরকারের বিজয় নিশ্চিত করতে হবে।
মমান্যবর অতিথি হিসেবে বক্তৃতা করেন মহিলা আসন ৩০ সংসদসদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্না সরকার। এসময় তিনি বলেন,দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার দক্ষতার সাথেনিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
বলেন, বর্তমান সরকারের উন্নয়নে সারাদেশের চিত্র পাল্টে গেছে। শহর থেকে প্রত্যন্ত গ্রামেও উন্নয়নের ছোয়া লেগেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ আগামীতে উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিশেষঅতিথি হিসেবে বক্তব্য দেন , দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, সভায় বক্তব্য দেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণরায়, ভাইচ চেয়ারম্যান গৌর পদ বাছাড়, দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দক্ত, বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানষ কুমার রায়,। দাকোপ উপজেলা মহিলা বিষয়ককর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সঞ্চালয় সভায় স্বাগত বক্তব্যো প্রদান করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীসহকারী কর্মকর্তা মোঃ শামিমুর রহমান, বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, দাকোপ উপজেলা সমাজসেবা অফিসার প্রজিৎ রায় , দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, শেখ সাব্বির আহম্মেদ, সুদেব রায় , শেখ যুবরাজ,। সভায় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গন,। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন সহ স্কুল, কলেজর ছাত্র ছাত্রী বৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক গন এবং সুধীজন।