মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। নেটজ বাংলাদেশের সহযোগিতায় ‘নারীর ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ’ (যুক্ত) প্রকল্পের আওতায় এই সংলাপের আয়োজন করে মানব কল্যাণ পরিষদ-এমকেপি। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর ) জেলার হোটেল বনফুলের হলরুমে ওই সংলাপে প্রধান অতিথি ছিলেন জেলা মাদক দ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন । জেলা নাগরিক সমাজ সংগঠনের সদস্য মঞ্জুরানী রায়ের সভাপতিত্বে সংলাপ সঞ্চালনা করেন যুক্ত প্রকল্পের এলাকা সমন্বয়কারী মোঃ ইয়াছিন আলী। সংলাপে জেলার বিভিন্ন উপজেলার নাগরিক সমাজ সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। সংলাপে প্রধান অতিথি বলেন, যুবসমাজকে মাদক সেবনের কুফল সম্পর্কে জানাতে হবে এবং নিজ পরিবারের লোকজনের খবর রাখতে হবে কোথায় কার সাথে চলাফেরা করে। মাদক নিয়ন্ত্রণে সকলের সহযোগীতার কথা উল্লেখ করে তাঁর দপ্তরের সেবা সমুহ তুলে ধরেন। তিনি চলমান বিভিন্ন পদক্ষেপের বিবরণ দিয়ে বলেন, জেলার প্রত্যন্ত এলাকয় মাদকের প্রসার ঘটছে এবং অভিনব কায়দায় পাচার করা হচ্ছে। মাদক কে না বলি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্ত প্রশ্ন পর্বের উত্তরে তার দপ্তরের সহযোগীতার কথা জানান।সংলাপটির সার্বিক সহযোগীতায় প্রতিনিধি আতাউর রহমান লিটন,নিহারঞ্জন,গৌরব, রানী বেগম,গীতাসেন,অনিতা রায় এমকেপি-যুক্ত প্রকল্প।