আতাউর রহমান তুহিন,কয়রা উপজেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ে অধ্যায়নরত খুলনা জেলার ছাত্র ছাত্রীদের নিয়ে গঠিত খুলনা জেলা সমিতির কার্য নির্বাহী কমিটি ২০২৩ কমিটি গঠিত।
উক্ত কমিটিতে অয়েছকুরুনি রুম্মান সভাপতি ও শুভ্রজিৎ বিশ্বাস সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত।
উক্ত কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি শেখ শাহারিয়ার হাসান নাহিদ,হাবিব রহমান,ওমর ফারুক অপু, বদরুল ইসলাম, মেহেদী হাসান মিলন, শাহীন আলম,ত্যাসনিম নিঝুম,তানভীর রুপক, লিজান সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক – ফারহান ফুয়াদ,শাহ আলম রিপন,তরিকুল ইসলাম রিয়াদ,রাসেল সরকার,মোজাম্মেল বিশ্বাস,জিয়ান হোসেন,সঞ্জয় দাস।সাংগঠনিক সম্পাদক হলেন- মাঈনুল ইসলাম হৃদয়, সৌরভ পাল অভি, তানভীর রহমান, শিপলু মাহমুদ, ইসমত আরা এরিনা,ফাহাদ গাজী। দপ্তর সম্পাদক – সাকিব হাসান। উপ- দপ্তর সম্পাদক – সাব্বির হোসেন, সাজু ঘোষ রানা।প্রচার সম্পাদক হলেন- আরাফাত হোসেন। উপ- প্রচার সম্পাদক – সুবাইয়া রেজা অন্তি,হোসাইন আহমেদ। ছাত্রী বিষয়ক সম্পাদিকা – জেরিন সুবাহ। উপ- ছাত্রী বিষয়ক সম্পাদিকা সাদিয়া মিম, ফাল্গুনী ইসরাত আঁখি। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তানভীর ইসলাম তুরাগ। উপ- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান প্রিন্স, গোলাম রসুল।সাংস্কৃতিক সম্পাদক সুমাইয়া আরেফিন। উপ- সাংস্কৃতিক সম্পাদক নুসরাত রহমান মুনা। সদস্য- রিয়াজুল ইসলাম, নমিরা কবির, সুমাইয়া আমিন কারিমা,জুবায়ের সানা,মোহিত ইসলাম,ফাহিম আহমেদ,শরিফুল ইসলাম, অর্থী রাণী কুন্ডু,অপূর্ব সাহা,সামিউল ইসলাম বাধন,আলী হামজা,সুমাইয়া সোমা,এস এম আলামিন নিশান,আফিফা আক্তার, সুলাইমান সুমন,স্মৃতি বিশ্বাস।
সদ্য নির্বাচিত সভাপতি অয়েছকুরুনি রুম্মান বলেন, সংগঠনের দায়িত্ব পেয়েছি, সংগঠনের মাধ্যমে খুলনা জেলার অধ্যায়নরত ছাত্র ছাত্রীদের নিয়ে একসাথে কাজ করে সংগঠনকে আরো মজবুত ও শক্তিশালী করে তুলবো।