বিপ্লব তালুকদার,নাটোরঃ নাটোরের সিংড়ায় শেরকোল ইউনিয়নের রানীনগর ব্রীজের স্লুইসগেট এলাকায় নদী হতে নিখোঁজের ১দিন পর দাখিল মাদ্রাসার ছাত্র মোঃ কাওছার (১৫) এর ভাসমান লাশ উদ্বার।
জানা যায়, গতকাল ২০ সেপ্টেম্বর বুধবার দুপুর আনুমানিক দুইটায় নদীতে গোসল করার সময় ব্রিজ থেকে নদীতে লাফ দেয় দাখিল মাদ্রাসার ছাত্র কাওছার,পরে আর নদী থেকে উঠে নাই।স্থানীয়রা ৯৯৯ এ ফোন করে ফায়ার সার্ভিসের সহযোগীতা নেয়। পরে ২১ সেপ্টেম্বর বৃহঃস্পতিবার সকাল আনুমানিক নয়টার দিকে এলাকার লোকজন কাওছারের মরদেহ নদীতে ভেসে উঠা দেখতে পায়।
নিহত কাওছার উপজেলার রানীনগর উজানপাড়া গ্রামের মোঃ হাবিবুর রহমান (হবি)র ছেলে।নিহত কাওছার আহমেদ তেলিগ্রাম দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন।
পরে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে ও নিহতের আত্তিয় স্বজনের অনুরোধে কাওছারের মরদেহটি তাহার পরিবার ও আত্তিয় স্বজনের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়।
এ ঘটনায় নিহত কাওছারের বাড়ীতে শোকের ছায়া বিরাজ করছে।