মেহেরপুর প্রতিনিধি উচ্চশিক্ষায় শিক্ষিত, চলেন আড়াই লক্ষ টাকা দামের মোটরসাইকেলে। পেশায় গৃহ শিক্ষক। কিন্তু ধরা খেলেন চুরি করে। এমনটি ঘটেছে মেহেরপুর শহরের বোশপাড়ায় দোয়েল বুক হাউসে। যার কথা বলছিলাম, তার নাম শিশির। বাড়ি মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামে। তিনি ফতেপুর গ্রামের সাহার আলীর ছেলে। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালের দিকে প্রাইভেট পড়াতে এসে দোয়েল বুক হাউস এর ক্যাশ থেকে টাকা চুরি করার সময় সিসিটিভি ফুটেজ দেখে তাকে ধরা হয়। জানা গেছে শিশির দোয়েল বুক হাউজের কর্ণধার আজিজুল ইসলামের ছেলেকে ২ বছর যাবত প্রাইভেট পড়ে আসছেন। সকালে প্রাইভেট পড়াতে এসে ক্যাশ থেকে আগেয় টাকা নিয়ে পড়াতে বসেন। এদিকে প্রায়ই ক্যাশ থেকে টাকা গায়েব হওয়ার কারণে দোকান মালিকের সন্দেহ হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হন। চোর আর কেউ নয়। তারই সন্তানের গৃহ শিক্ষক। অন্যান্য দিনের মতোই শিশির এসে প্রথম ক্যাশ থেকে টাকা নিয়ে প্রাইভেট পড়াতে বসেন। এসময় দোকান মালিক এসে সিসিটিভি ফুটেজ দেখে তাকে আটক করে পিটুনি দেন। খবর দেয়া হয় তার পরিবারের সদস্যদের। পরিবারের সদস্যরা এসে মুসুলেকা দিয়ে থাকে জিম্মায় নিয়ে নেন।