মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধি: ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বাছাইকৃত মাধ্যমিক পর্যায়ে সারা দেশে সাত জন গুনী শিক্ষককে ‘‘রাষ্ট্রপতি গুণী শিক্ষক সম্মাননা” প্রদান করা হয়েছে। সাত জনের মধ্যে ভোলার লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক (আইসিটি) হোসনে আরা নাহার এই সম্মননা পেয়েছেন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকার ওসমানি স্মৃতি মিলনায়তনে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে গুণী শিক্ষক সম্মাননা পদক গ্রহণ করেন হোসনে আরা নাহার। হোসনে আরা নাহার ‘‘রাষ্ট্রপতি গুণী শিক্ষক সম্মাননা” পেয়ে অনুভুতি প্রকাশ করে বলেন, আমি ভোলা জেলার লালমোহন উপজেলার শিক্ষক প্রতিনিধি হয়ে মহামান্য রাষ্ট্রপতি থেকে এই সম্মাননা গ্রহণ করেছি। এটা খুবই গর্বের ও আনন্দের। আমি খুবই আনন্দিত। শিক্ষকতা পেশায় এর চেয়ে আর বড় পাওয়ার কিছু নেই। আমি আমার এলাকা, কর্মস্থল ও দেশবাসীসহ সকলের কাছে দোয়া প্রার্থী যাতে সামনের দিনগুলো সুনামের সহিত আরও ভালোভাবে কাজ করতে পারি। এদিকে লালমোহনের মেয়ে হোসনে আরা নাহার ‘‘রাষ্ট্রপতি গুণী শিক্ষক সম্মাননা” পাওয়ায় এলাকাবাসী ও শিক্ষকমন্ডলীর মধ্যে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।