মোঃ ওসমান গনি (ইলি) কক্সবাজারঃ কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৫ অক্টোবর বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার) পুলিশ সুপার, কক্সবাজার। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর ২০২৩ মাসের পারফরম্যান্স বিবেচনায় ও অভিন্ন মানদন্ড সেপ্টেম্বর ২০২৩ মাসের পারফরম্যান্স বিবেচনায় ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সেরা অফিসারদের ক্রেস্ট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ও ইয়াবা উদ্ধার এবং অস্ত্র ও গুলি উদ্ধার সংক্রান্তে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণকে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মাননীয় পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়ের মাধ্যমে সম্মাননা পুরস্কার প্রদান করেন । এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি), অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) কক্সবাজার, মোঃ জসীম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল, জনাব রাসেল পিপিএম, সহকারী পুলিশ সুপার, চকরিয়া সার্কেল এম. এম. রকীব উর রাজা, সহকারী পুলিশ সুপার, মহেশখালী সার্কেল, রাম প্রসাদ ভক্ত সহ সিআইডি, এপিবিএন এর প্রতিনিধিগণ এবং নয়টি থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জ বৃন্দ। কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার) মাসিক কল্যান সভায় উপস্থিত অফিসার ও ফোর্সগণের বিভিন্ন আবেদন শুনেন, জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্টদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন। তিনি কল্যাণ সভায় উপস্থিত সকল পুলিশ সদস্যদের প্রতি দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেছেন।
সর্ম্পকিত খবর সমূহ.
November 21, 2024