কুমার রায় খুলনা ব্যুরো প্রধান খুলনার দাকোপের বাজুয়া খুটাখালী বাজারে লাউডোব ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভেজাল বাটখারা জব্দে এক ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে। লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজের নির্দেশনায় ০৫ নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান -২জদ্দারের পরিচালনায় ও গ্রাম পুলিশের সহয়তায় মাঁচ ব্যবসায়ীদের সঠিক মাপের চেয়ে ওজনে কম থাকার ফলে ২ কেজি, ১ কেজি, ৫০০গ্রাম ও ২০০ গ্রামের বাটখারাসহ সর্বমোট ৫০ কেজি বাটখারা জব্দ করেন। ,এ সময় উপস্হিত ছিলেন অধ্যাপক নারায়ন রায়,লাউডোব ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি জয়ন্ত রায়,বিশিষ্ট ব্যাবসায়ী গৌতম দে,রাজু হাওলাদার কতৃপক্ষের বাটখারার সাথে ব্যবসায়ীদের বাটখারা তুলনা করে কম বাটখারা গুলো জব্দ করেন। এ ধরনের অভিযান পরিচালনার জন্য এলাকাবাসী কতৃপক্ষ ইউপি সদস্য নিতাই জদ্দারকে সাধুবাদ জানান এবং এ অভিযান অব্যাহত রাখার দাবি জানান।