মোঃ মজিবর রহমান শেখ, মায়েরা বাচ্চাদের প্রধান শিক্ষক। মায়ের মাধ্যমেই তারা প্রথম ও মূল শিক্ষাগুলো শিখতে পারে। এক সময় প্রথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী সহ শিক্ষকদের খুঁজে পাওয়া যেতনা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে শিক্ষা খাতগুলোর ব্যাপক উন্নয়ন ঘটেছে। শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে প্রাথমিক শিক্ষার মানোন্যয়নে ও মানসম্মত শিক্ষায় মায়েদের সক্রিয় অংশগ্রহণের নিশ্চিতকল্পে ঠাকুরগাঁও জেলায় মা সমাবেশে বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি এসব কথা বলেন। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ১২ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও জেলার হরিপুরে দেশসেরা স্কুল চরভিটা প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বর্তমানে প্রথমিক বিদ্যালয়গুলোকে আধুনিকায়ন করে ডিজিটাল শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। বাচ্চাদের জন্য বইয়ের বোঝা নিয়ে আর চিন্তা করতে হবে না। ডিজিটাল সিস্টেমে এখন স্কুলেই তাদের সঠিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অভিভাবকের উদ্যেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আপনারা শুধু বাচ্চাদের আগলিয়ে রাখবেন বাকি দায়িত্বটা সরকারের। তাদের আমরা ব্যাগ দিব, দুপুরে খাবার, পোশাক সহ সবকিছুই দিব আপনারা শুধু নিজের সন্তানদের সচেতনতার সাথে খেয়াল রাখবেন। মাদক থেকে তাদের দুরে রাখবেন। বাংলাদেশের ৬৫ হাজার স্কুলের মধ্যে চরভিটা প্রাথমিক বিদ্যালয়টি প্রথম হওয়ায় শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এরাই আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। এজন্য সুন্দর ভবিষ্যৎ প্রজন্মের জন্য সকল শিক্ষক সহ অভিভাবকদের এগিয়ে আসতে বলেছেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম। এছাড়াও চরভিটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন।