মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা :: সাতক্ষীরা রেঞ্জের পশ্চিমবন বিভাগের আওতাধীন সুন্দরবনের নোটাবেঁকী বন অফিস সংলগ্ন রায়মঙ্গল নদীর অভয়ারন্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার অপরাধে মালামালসহ ১৯ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। শুক্রবার (১৩ অক্টোবর) ভোর রাত ২টার দিকে বুড়িগোয়ালিনী বনষ্টেশন কর্মকর্তা (এসও) হাবিবুল ইসলামের নেতৃত্বে এসব জেলেদের আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত ৬টি নৌকা, কাঁকড়া ধরার আটন ও লক্ষাধিক টাকার ব্যবহার নিষিদ্ধ জাল সহ অন্যান্য মালামাল জব্দ করে বনকর্মীরা। আটক জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বৈশখালী গ্রামের সবুর সরদার, জহুর সরদার, আসলাম ফারুক, আনারুল, আবুল হোসেন মোড়ল, মোস্তফা গাজী, রমজান গাজী, মুনছুর গাজী, আবুল কাশেম গাজী, জয়াখালী গ্রামের আবুল বাশার, পার্শ্বেখালী গ্রামের আনারুল ইসলাম, ইসমাইল হোসেন, রবিউল ইসলাম, গোলাম সরদার, তারানীপুর গ্রামে আবুল হোসেন, কালিঞ্চী গ্রামে নূরুন্নবী গাজী, চাঁদখালী গ্রামের রমজান গাইন, মরাগাং গ্রামের তুষার গাইন ও মানিখালী গ্রামের শশাধর রপ্তান। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ, কে, এম ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে টহল দেওয়ার সময় রায়মঙ্গল নদীর অভয়ারন্য অঞ্চলে মাছ ধরার অপরাধে ওই জেলেদের আটক করা হয়। পরে বন আইনে সাতক্ষীরা আদালতে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে ।