মোঃ আসাদুজ্জামান আপেল পঞ্চগড় প্রতিনিধ পঞ্চগড় : পঞ্চগড় সদরের বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয় ও খামির উদ্দীন প্রধান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার (১৫ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের চাকলাহাট বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয় ও খামির উদ্দীন প্রধান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে খেলার সামগ্রী তুলেদেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো: মজাহারুল হক প্রধান। এসময় উপস্থিত ছিলেন চাকলাহাট বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলতাফ হোসেন বুল বুল ও খামির উদ্দীন প্রধান দ্বি -মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: রবিউল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষকরা।