উপজেলা প্রতিনিধিঃ মোঃ মিজানুর রহমান (কালু) গতরাত (১৫-অক্টোবর) পুঠিয়া সৈয়দপুর বাজারে একটি মোবাইলের দোকান চুরির অভিযোগ ওঠে,দোকান মালিক,মোহাম্মদ আশরাফুল ইসলাম (৩৬) পিতা,মোঃ নিজাম উদ্দিন,গ্রাম সৈয়দপুর,থানা,পুঠিয়া জেলা, রাজশাহী। দোকান মালিক,আশরাফুল ইসলাম বলেন,আমি ফজরের নামাজ শেষে,দোকান খুলতে যাই,গিয়ে দেখি আমার দোকানের,উপরের একটি টিন,ফাঁকা,পরে আমি তখনই দোকানের চারিদিক তাকিয়ে দেখি,আমার দোকানটির মোটামুটি দামি জিনিসগুলো সব চোরে নিয়ে চলে গেছে। হারানো গেছে,দামি মোবাইল পেনড্রাইভ,মেমোরি বক্স আরও যাবতীয় মোবাইলের চার্জার সহ মোটামুটি সব নিয়ে চলে গেছে,তিনি দাবি করেন,আমার এক লক্ষ টাকার মাল চুরি হয়ে গেছে,এবং কেশবাক্সে ৮ থেকে ১০ হাজার টাকা ছিলো,সেই টাকাগুলো ও নিয়ে গেছে। এই ব্যাপারে,পুঠিয়া থানা তে একটি অভিযোগ করেন,দোকান মালিক,মোঃ আশরাফুল ইসলাম।