বাগেরহাট জেলা প্রতিনিধি।। বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় চিতলমারী ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধন শেষে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন সংগঠনটি। ১৬ (অক্টোবর) সকাল ১০.৩০ মিনিটের সময় চিতলমারী ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন এর আয়োজনে চিতলমারী শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।সম্প্রতি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কতৃক বেসরকারি চাকরিজীবীদের প্রফিডেন্ট ফান্ড এর উপর ২৭.৫০% কর আরোপের প্রতিবাদে মুলত এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।মানববন্ধন কর্মসূচিতে উল্লেখ্য করেন,আমরা ঔষধ কোম্পানির প্রতিনিধিরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ডাক্তারদের সঙ্গে নলেজ সেয়ার করে কোম্পানির প্রডাক্ট প্রমোশন করি যা স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এমন অবস্থায় আমাদের উপর এ কর আরোপ করায় আমাদের ভবিষ্যত জীবন হুমকির মধ্যে পরেছে।এমনিতেই দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি এবং ঘরভাড়া সহ অন্যান্য খরচ চালাতে হিমশিম খেতে হয় তার মধ্যে এ ধরনের সিদ্ধান্ত আমাদের জন্য নতুন কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।তাই এমন সিদ্ধান্ত বাতিলের দাবি জানাই। মানববন্ধনে উপস্থিত ছিলেন,চিতলমারী ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম,কোষাধ্যক্ষ মোঃরুহুল আমিন রাসেল ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ।