উজ্জ্বল কুমার দাস(কচুয়া,বাগেরহাট)প্রতিনিধি।। কচুয়ার মেয়ে মোড়েলগঞ্জের গৃহবধূ শ্রাবনী সাহা গত ৮ অক্টোবর কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরে।পরবর্তীতে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৯ অক্টোবর রাত আনুমানিক ৩.৪০ মিনিটের সময় সে মৃত্যু বরন করেন।নিহত শ্রাবনী সাহা মোড়েলগঞ্জ উপজেলার আলতিবুরুজবাড়িয়া গ্রামের প্রদীপ কুমার সাহা(৩০)এর স্ত্রী ছিলেন।নিহতের পিতার নাম প্রনব কুমার সাহা তার পিতার বাড়ি কচুয়া উপজেলার গিমটাকাঠী গ্রামে।নিহত শ্রাবণী সাহার প্রতিভা সাহা নামের ২ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় নিহত শ্রাবনী সাহার পিতা প্রনব কুমার সাহা(৫১) ঐ দিন ৯ তারিখ বাগেরহাট সদর থানায় একটি জি,ডি করেন,জিডি নং-৫০৫।পরবর্তীতে মোড়েলগঞ্জ থানায় বিষয়টি আত্মহত্যা করিতে প্ররোচনা দেওয়ার অভিযোগ উল্লেখ্য করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে অভিযুক্ত হিসেবে নিরাপদ সাহার ছেলে প্রদীপ কুমার সাহা(৩০),প্রনব সাহা(২৬),তার স্ত্রী কল্পনা রানী সাহা(৫০)ও মৃতঃপ্রফুল্ল কুমার সাহার ছেলে নিরাপদ সাহা(৫৫) এর নাম উল্লেখ করেন।এছাড়াও অভিযোগে উল্লেখ করেন,পারিবারিক খুটিনাটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়শই তার মেয়ে শ্রাবণীকে দৈহিক,শারীরিক ও মানসিকভাবে জ্বালা যন্ত্রণা,অত্যাচার,নির্যাতন করতো।এ ঘটনা সইতে না পেরে তার মেয়ে বিষ পান করেন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বিষক্রিয়ায় তার মেয়ের মৃত্যু হয়। নিহতের পিতা প্রণব কুমার সাহা এ ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সঠিক তদন্ত পূর্বক ন্যায় বিচার প্রার্থনা করেন।এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।