চালকসহ কার্ভাডভ্যান আটক মাসুম বিল্লাহ,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে কার্ভাডভ্যানের ধাক্কায় এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে শহরের হাসপাতাল রোড খেজুরতলা নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যবসায়ীর নাম মো. আলহাজ্ব বেল্লাল হোসেন (৫৭)। তিনি পৌরশহরের উত্তরসাহাপাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে। এদিকে দুর্ঘটনার পরপরই মহাসড়কে বেরিকেড সৃষ্টি করে ঘাতক কার্ভাডভ্যান (ট্রাক নং-ঢাকা মেট্র ইউ-১১-১৫৭২) ও তার চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটক হওয়া চালকের নাম শরিফুল ইসলাম (৩৪)। সে নাটোর সদর উপজেলার ধরাইল গ্রামের মোশারফ হোসেনের ছেলে। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদৎ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বেল্লাল হোসেন পেশায় একজন মাংস ব্যবসায়ী। তিনি স্থানীয় চান্দাইকোনা বাজার থেকে কয়েকটি ছাগল (খাসি) কিনে অটো ভ্যানযোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের হাসপাতাল রোড খেজুরতলা নামক স্থানে পৌঁছালে একইদিক দিক থেকে আসা একটি কার্ভাডভ্যান ওই অটো ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে অটোভ্যান থেকে ছিটকে পড়ে তিনি মাথা ও গলার বামপাশে মারাত্মক আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, দুর্ঘটনার পরপরই চালকসহ ঘাতক কার্ভাডভ্যানটিকে আটক করা হয়েছে। সেইসঙ্গে এই ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।