গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. রহমত আলী নাটোরের গুরুদাসপুরের পৌর সদর চাঁচকৈড় বাজারে ডাচ-বাংলা ব্যাংকের উপ-শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্যাংকটিে জেলা শাখার এভিপি ও ব্যবস্থাপক রাসেল আহম্মেদ ফিতা কেটে উদ্বোধন করেন। উদ্বোধন শেষে শাখা ব্যবস্থাপক মুনছুর রহমান সুমন, ব্যবসায়ী অসীম কুমার পাল, মিল্টন আহম্মেদ, রুবেল আহমেদ, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আককাছ বক্তব্য রাখেন। বক্তারা গ্রাহক সুবিধাকে প্রাধাণ্য দিবে বলে জানা গেছে।