স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান খুলনার দাকোপে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৭ ই অক্টোবর মঙ্গলবার বেলা ৪ টার দিকে দাকোপের সাহেবের আবাদ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৮ দলীয় ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন খুলনা -১ আসনের সাবেক সংসদ সদস্য শ্রী ননীগোপাল মন্ডল।এ সময় তিনি বলেন,এধরনের খেলার মধ্য দিয়ে ভালো ভালো খেলোয়াড় তৈরী হবে। বেশি বেশি খেলা আয়োজনের মধ্য দিয়ে যুব সমাজকে খেলার মাঠমুখী করতে পারলে যুব সমাজ মাদকমুক্ত হবে।” বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধান শিক্ষক শ্রী সঞ্জয় কুমার রায়,সাবেক চেয়ারম্যান,বাজুয়া ইউনিয়ন পরিষদ দেবপ্রসাদ গাইন। উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য দেবদাস গাইন, নিতাই মন্ডল ইউপি সদস্য পরিতোষ মন্ডল,দাকোপ সাহেবের আবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ সঞ্জয় বালা সহ অত্র স্কুলের শিক্ষক -শিক্ষিকা ও সুধীজন।