উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট)প্রতিনিধি।। বাগেরহাটের কচুয়ায় বিভিন্ন আয়োজনে শেখ রাসেল দিবস -২০২৩ পালিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় ও কচুয়া উপজেলা প্রশসনের উদ্যোগে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা, র্যালী ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, কচুয়া থানা অফিসার ইনচার্জ মো: মহাসীন হোসেন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শিকদার হাবিবুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা মো: মামুনর রশিদ,কৃষকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যন শিকদার হাদিউজ্জামান,অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সহকারি প্রোগ্রাম অফিসার খান মোয়াজ্জেম হোসেন, রাসেল।অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মেহেদী হাসান মান্না,কচুয়া ডিগ্রি কলেজের উপাধক্ষ মো: নাজমুল হুদা মিয়া, প্রধান শিক্ষক দেবদাস সাহা, শিক্ষক তপন কুমার সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো: আনিসুর রহমান, সিনিয়ার মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস,তথ্য সেবা কর্মকর্তা-বিজয়া লোপা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান গন।আলোচনা সভার পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ১টি র্যালী বের হয়ে কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। সবশেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া সারাদেশে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা গতকাল সকালে অন লাইনে বিভিন্ন উদ্বোধনের সাথে কচুয়ায় “জয় সেট সেন্টার” এর উদ্বোধন করার পর কচুয়া উপজেলা প্রশসনের উদ্যোগে আবার “জয় সেট সেন্টারের” ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।