সাইফুর রহমান শামীম,,কুড়িগ্রাম : ২০/১০/২৩ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার একটি চৌকস টিম শুক্রবার সকালে হাসনাবাদ ইউনিয়নের শরিফের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে কুড়িগ্রাম সদরের উত্তর কুমরপুর এলাকার মাদক কারবারি মাহালম কে ২৭ কজি গাঁজাসহ গ্রেফতার করে। অপর এক অভিযানে পুলিশ নাগেশ্বরী থানাধীন রামখানা ইউনিয়নের আজমাতা মৌজাস্থ ক্যাম্পেরহাট এলাকা থেকে ভূরুঙ্গামারী জয়মনিরহাট ছোটখাটামারী এলাকার মাদক কারবারি শাহিনুর রহমান (৩৬) কে ০৬ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় পৃথক দুইটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। দুজন আসামীকে শুক্রবার কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।